Panihati Case

পিটিয়ে হত্যার অপরাধে পানিহাটির তৃণমূল কাউন্সিলর-সহ পাঁচজনকে যাবজ্জীবন

রাজ্য জেলা

ছবি - অভিজিত বসু।

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর সোদপুরে পিটিয়ে  হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং তার ৪ সঙ্গীর।  তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহ এবং তাঁর ভাই তৃণমূল কর্মী নেপাল গুহ সহ, হরিপদ সরকার, জয়দেব মুখার্জি,শ্যামল দাস এই ৫ আসামীকে মঙ্গলবার বারাকপুর মহকুমা আদালত যাবজ্জীবন কারাদণ্ডের এবং ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে। জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়া হবে বলে আদালতে জানানো হয়েছে। শনিবার আসামীদের দোষী সাব্যস্ত করা হয়। রায় শোনানো হয় মঙ্গলবার। বিচারপতি অয়ন কুমার ব্যানার্জি এজলাসে মামলা উঠে।
পানিহাটি গান্ধীনগর জনকল্যাণ সমিতির জাঁকজমক পূর্ণ দুর্গা পূজা মন্ডপ তৈরির সময় ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর প্রচার হয় মন্ডপ নির্মেতা এক কর্মীর মোবাইল ফোন এবং দশ হাজার টাকা চুরি হয়ে গেছে। প্রতিদিনের মতো শম্ভু চক্রবর্তী (৪১) সকাল বেলায় হাঁটতে বেরিয়েছিলেন। একজন  প্রচার করেন, তিনি একবার মণ্ডপেও ঢুকেছিলেন। এরপরই শম্ভু চক্রবর্তীকে, মারধর করা শুরু হয় এবং পিটুনি দিয়ে হত্যা করা হয়। সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে প্রথমে কেউ এগিয়ে না এলেও, হত্যার ঘটনার পরেই প্রতিবেশীরা তুমুল ক্ষোভ প্রকাশ করতে থাকেন। প্রশ্ন ওঠে, পুলিশের হাতে না তুলে দিয়ে, পিটুনি দিয়ে হত্যা করা হলো কেন? প্রকৃত অপরাধী কে? অভিযোগ এবং মামলা গড়ায় আদালত পর্যন্ত। নিহত শম্ভু চক্রবর্তীর স্ত্রী মঙ্গলবার জানান, একা দীর্ঘ ১০ বছর লড়াই করে আজকে  প্রমাণিত হয়েছে আমার স্বামীকে সেদিন  মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছিল। পিতৃহারা দুই পুত্রকে মানুষ করা ও সংসার চালানোর জন্য আমি লোকের বাড়ি কাজ করেছি। আমি চাই এই অপরাধীদের কঠোর শাস্তি হোক। 

Comments :0

Login to leave a comment