bangladesh

ছাত্র লীগকে নিষিদ্ধ করার ঘোষণা বাংলাদেশে

আন্তর্জাতিক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ১৮ ধারার উপধারা (১) এ বর্ণিত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগসহ পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়, যেখানে তিনি বলেন, ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এমন কোনো প্রমাণ তিনি এখনও দেখেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে নেতৃত্ব দিচ্ছে।
অফিস আদেশে বলা হয়, ১৫ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতারা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর ‘উন্মত্ত ও বেপরোয়াভাবে’ হামলা চালায়।

Comments :0

Login to leave a comment