অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে প্রতিযোগিতায় পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা দল। ওপেনিং জুটি অদ্রিজা ও তরিয়া সর্বাধিক রান করেন বাংলার হয়ে । ৬৩ বলে ৬২ রান করেন অদ্রিজা। তরিয়া ব্যাট থেকে আসে ৬৮ বলে ৪৩ রান। ৮ উইকেট খুইয়ে ১৫৭ রান করে বাংলা দল।
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক সন্দীপ্তা পাত্র ২ টি উইকেট নেন ১১ রান দিয়ে । এছাড়াও দেবযানী দাস ২ টি ও স্নিগ্ধা বাগ ১ টি উইকেট নেন । প্রথম ইনিংসে ৬২ রান করায় নিজের দুরন্ত পারফরমেন্সের বিনিময়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
Comments :0