BENGAL VS ODISHA RANJI

ইডেনে ওডিশার মুখোমুখি বাংলা

খেলা

ranji trophy indian cricket domestic cricket bengal odisha bengali news

রনজি ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে ওডিশার মুখোমুখি হয়েছে বাংলা। ইডেনে প্রথম ব্যাট করে দেড় দিনে ওডিশার সংগ্রহ ১০ উইকেটে ২৬৫ রান। ওডিশার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক শুভ্রাংশু সেনাপতি। এছাড়া শান্তনু মিশ্র ৪২ এবং সন্দীপ পট্টনায়েক ৩০ রান করেন। বাংলার হয়ে প্রীতম চক্রবর্তী এবং ঈশান পোড়েল ৩টি করে উইকেট সংগ্রহ করেন। এছাড়া আকাশ ঘটক ২টি এবং গীত পুরি ও আকাশদীপ ১ টি করে উইকেট নিয়েছেন। 

দ্বিতীয় দিনের শেষের দিকে ব্যাট করতে নামে বাংলা। যদিও মনোজ তিওয়ারিদের শুরুটা ভালো হয়নি। বুধবারের খেলা শেষে বাংলার সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। ক্রীজে রয়েছেন অভিমণ্যু ঈশ্বরণ (১৪) এবং প্রীতম চক্রবর্তী (৭)। ওডিশার হয়ে বসন্ত মোহন্তী এবং সুনীল রউল ১টি করে উইকেট সংগ্রহ করেছেন। প্রথম ইনিংসে জয়ের জন্য বাংলাকে আরও ২২৬ রান করতে হবে। 

Comments :0

Login to leave a comment