ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে বাঁধা দেওয়ার অভিযোগ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় সাময়িক উত্তেজনা কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙ্গারপোতা দহগ্রাম ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায়। পরবর্তীতে বিএসএফের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিন এই সীমান্তের কাঁটাতারহীন প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হন গ্রামবাসীরা। তবে এখনও আরও দু' কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রয়েছে বলে জানা যায়।
সীমান্ত এলাকার গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই উন্মুক্ত এই ভারত- বাংলাদেশ সীমান্ত। এর ফলে পাচার চক্র সক্রিয় বহুদিন থেকেই। একারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট এই সীমান্ত এলাকার বাসিন্দাদের। শুধু তাই-ই নয়, উন্মুক্ত এই সীমান্ত এলাকায় চাষের জমিতে বিভিন্ন চাষাবাদ করা হলে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে গৃহপালিত পশুরা এসে প্রতিনিয়ত নষ্ট করে ফসল। এই সমস্ত সমস্যা সুরাহার উদ্দেশ্যেই সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের খরচেই কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু এদিন সকাল থেকে এই বেড়া দেওয়ার কাজ শুরু করলেই তাদেরকে বাঁধা দেয় বিজিবি এবং সীমান্তবর্তী বাংলাদেশি মানুষেরা। এরপরই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। পরবর্তীতে বিএসএফের উপস্থিতিতে অনেকাংশে এই কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হন তারা। তবে এই উত্তেজনা বেশি দূর গড়ায়নি। কিন্তু এই ঘটনার পর বাড়তি সতর্কতা রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনেরও বলে সূত্রে খবর।
India Bangladesh Border
সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা দেওয়ায় অভিযোগ
×
Comments :0