জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জ লাগোয়া সোনাখালি বিটের জিএসটি এক নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।
শুক্রবার সকালে ধূপগুড়ি থানা এলাকার ঝার আলতা দুই নং গ্রামপঞ্চায়েতের জঙ্গল সংলগ্ন গারখুটা গ্রামের গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। মোরাঘাট রেঞ্জের রেঞ্জার, এছাড়াও বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিকরা পৌঁছেছেন।
ময়নাতদন্তের পর বাইসনটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছে। রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, ‘‘এই বাইসনটির এই এলাকা নিজের বাসস্থান বলা যেতে পারে কারণ অনেক দিন থেকেই সে এই এলাকায় ঘোরাঘুরি করছিল। বয়সজনিত কারণেই এই মৃত্যু বলে অনুমান করা যাচ্ছে। তবে ময়নাতদন্তের পরেই সঠিক কারণের কথা বলা যাবে।
ঘটনা প্রসঙ্গে স্থানিয় এক গ্রামবাসী জানান, এদিন সকালে এই বাইসনটিকে পরে থাকতে দেখি, খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে মারা গিয়েছে বাইসনটি।
Bison Body Recovered
বাইসনের দেহ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে

×
Comments :0