দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের মানুষ বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধেছে। গ্রামের মানুষ তৃণমূল ও বিজেপির দুর্নীতি দেখেছে। তাঁদের অভিযোগ, আবাস যোজনার ঘর গরীব মানুষ পায়নি। বরং বিত্তশালীদের নাম তালিকায় দেখা যাচ্ছে। একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা এ ছাড়াও তোলাবাজি করে সর্বস্ব লুট করে নিজেদের গাড়ি বাড়ি করেছে তৃণমূলের নেতা কর্মীরা। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। তৃণমূল ও বিজেপির উপর বীতশ্রদ্ধ হয়ে বাদুড়িয়ার যদুরহাটি উত্তর পঞ্চায়েতের ৩০০ মানুষ সিপিআই(এম) এ যোগদান করলেন। তাঁর জানান, আর বিজেপি ও তৃণমূলের হয়ে নয় এখন থেকে আমরা সিপিআই(এম)’র হয়েই পঞ্চায়েত নির্বাচনে কাজ করার অঙ্গীকার করলাম।
অপরদিকে বুধবার দুর্গাপুরে বিশাল মিছিলের করে বামফ্রন্টের জেলা পরিষদের প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করলেন। দুর্গাপুর সিটি সেন্টারে শহীদ কমরেড বিমল দাশগুপ্ত ভবনের সামনে থেকে প্রার্থীদের নিয়ে মিছিল শুরু হয়। বেঙ্গল সৃষ্টি মার্কেট কমপ্লেস, ডিসি সিনেমা হলের পথ পরিক্রমা করে সৃজনী প্রেক্ষাগৃহের কাছে জমায়েত শেষ হয়। ১৪৪ ধারার সীমানার কাছে নির্বাচনী দায় পালন করছিলেন পুলিশ বাহিনী। উর্দিধারী পুলিশের সঙ্গে ছিল প্রচুর সিভিক ভলান্টিয়ারও। মিছিল থেকে প্রশ্ন তোলা হয়, নির্বাচনী কাজে সিভিক ভলান্টিয়ার কেনো? এরপর সিভিক ভলান্টিয়ারদের সরিয়ে দেওয়া হয়। মিছিলে পার্টির জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, বীরেশ মন্ডল, পঙ্কজ রায় সরকার, বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিনই কাঁকসা, পান্ডবেশ্বর, দুর্গাপুর , ফরিদপুর ও অন্ডাল ব্লকের বামফ্রন্ট প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন।
Comments :0