কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ। চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অনুমান এই সংখ্যা আরও বাড়বে। বিস্পোরণের তীব্রতা এতটাই যে দেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। পুলিশের অনুমান শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে।
এখনও পর্যন্ত যাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা হলেন, ভারতীয় চৌধুরি (৬০), রুমা সোনার (৩৫), অঞ্জলি বিশ্বাস (৬০), দূর্গা সাহা (৪০)।
এর আগে পূর্ব মেদিনীপুর এবং দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
Comments :0