BULLET FIRING ON TMC WORKER

বসিরহাটে গুলি তৃণমূল কর্মীকে

জেলা

ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ তৃণমূলের সক্রিয় কর্মী আলকাব মালি (৪০)। তাঁর পিঠে গুলি লাগে। গুলি করে পালানোর সময় দুষ্কৃতীদের কাছে থাকা তিনটি বোমা পড়ে যায়। পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আলকাব চিকিৎসাধীন বসিরহাট মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় রয়েছে উত্তেজনা। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে গ্রেপ্তারের কোনও খবর নেই। 
তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই কাণ্ড বলে মনে করছেন, স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বসিরহাট থানার পিফা বাঁশতলা মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এই আলকাব তৃণমূলের ভোট মেশিনারির অংশ বলে এলাকায় পরিচিত। বহু অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বাঁশতলা মোড়ে একটি জেরক্সের দোকানে দাঁড়িয়েছিলেন আলকাব। সে সময় মোটরবাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী আসে। তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পিঠে লাগে। 
ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

Comments :0

Login to leave a comment