BY ELECTION and JHARKHAND

ঝাড়খণ্ড প্রথম দফা, ওয়েনাড় লোকসভা, দেশের ৩১ বিধানসভায় উপনির্বাচন কাল

জাতীয়

দেশের ১০ রাজ্যের ৩১টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে বুধবার। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৬ আসনও। বুধবারই উপনির্বাচন কেরালার ওয়েনাড় কেন্দ্রে। এই কেন্দ্রে প্রার্থী কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
লোকসভা ভোটে ওয়েনাড় এবং রায়বেরিলি কেন্দ্রে জয়ী হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দেন। ফলে আসনটি ফাঁকা হয়েছে। 
বুধবারই ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার নির্বাচন। ২০ নভেম্বর ঝাড়খন্ডের বাকি আসনগুলির সঙ্গে ভোট নেওয়া হবে মহারাষ্ট্র বিধানসভায়। বুধবার ঝাড়খণ্ডে ভোট ৪৩ আসনে। বিধানসভার বাকি ৩৮ আসনে ভোট নেওয়া হবে, মহারাষ্ট্রে সঙ্গে, ২০ নভেম্বর। ২৩ নভেম্বর হবে গণনা। ঝাড়খণ্ডে প্রথম দফায় ভোট নেওয়া হবে ১৫ হাজার ৩৪৪ ভোটগ্রহণ কেন্দ্রে।
বুধবার উপনির্বাচন যে আসনগুলিতে তার বেশিরভাগই ফাঁকা হয়েছে নির্বাচিতরা আসন ছেড়ে দেওয়ায়। রাজস্থানের ৭, আসামের ৫, বিহারের ৪, কর্ণাটকের ৩, মধ্য প্রদেশের ২ আসনে হবে উপনির্বাচন। ছত্তিশগড়, গুজরাট, কেরালা এবং মেঘালয়ার ১টি করে বিধানসভা আসনে নেওয়া হবে ভোট। 
সিকিমের দু’টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এরমধ্যেই। 
ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে প্রার্থী এলডিএফ’র সত্যন মোকেরি। এনডিএ’র প্রার্থী নব্য হরিদাস। রাহুল গান্ধী এই কেন্দ্রে লোকসভায় জয়ী হয়েছিলেন ৩.৫ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে।

Comments :0

Login to leave a comment