RG Kar Student Death

শুক্রবারের মধ্যে হাইকোর্টে আরজি কর খুন ও ধর্ষণ ঘটনার কেস ডায়রি জমা করতে হবে সিবিআইকে

রাজ্য

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের ঘটনায় শুধু সঞ্জয় রায় দোষী না আরও কেউ যুক্ত আছে তা আদালতের কাছে স্পষ্ট করতে হবে সিবিআইকে। সোমবার হাইকোর্টে মামলার শুনানিতে একথা বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর পাশাপাশি আদালতের কাছে শুক্রবারের মধ্যে কেস ডায়রি জমা করার নির্দেশও তিনি দিয়েছেন। 

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে ইতিমধ্যে আজীবন কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। এই রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। পরিবারের দাবি, একা সঞ্জয় নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন। তাদের আড়াল করছে সরকার। সুপ্রিম কোর্টের নতুন করে তদন্তের আবেদন জানায় পরিবার। পরবর্তীকালে শীর্ষ আদালতের নির্দেশে হাইকোর্টের তারা এই বিষয় মামলা করেন। এদিন শুনানিতে ছিলেন নির্যাতিতার বাবা এবং মা।

সূত্রে খবর রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি দাবি করেন, সাজা হয়ে গিয়েছে অভিযুক্তের। এই মামলার নতুন করে কোন তদন্ত এবং শুনানির প্রয়োজন নেই। পাল্টা পরিবার পক্ষ থেকে আইনজীবী শামিম আহমেদ দাবি করেন সরকার সরকার বিচার চায় না তাই তারা তদন্তের বিরোধিতা করছে।

উল্লেখ্য নির্যাতিতার পরিবারের দাবি সিবিআই তদন্তে সঠিক তথ্য উঠে আসেনি। তারা নতুন করে তদন্ত চায়। এরই মধ্যে ফের তারা দাবি করতে শুরু করেছে যে চিকিৎসকের দেহ পুড়িয়ে দেওয়ার জন্য অতিসক্রিয় ছিল পুলিশ এবং শাসক দলের নেতারা।

Comments :0

Login to leave a comment