আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ ঘটনার তদন্ত প্রক্রিয়া কতদুর আত সোমবারের মধ্যে সিবিআইকে জানানোর নির্দেশ দিল শিয়ালদহ আদালত। এদিন নির্যাতীতার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় তদন্তের অগ্রগতি নিয়ে। সেই মামলার শুনানিতে একথা বলে আদালত। 
পরিবারের দাবি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের বিষয় তাদের কোন তথ্য দেওয়া হচ্ছে। তদন্ত এখন কোন পর্যায় আছে তা তাদের জানা নেই। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন নির্যাতীতার পরিবার।
শিয়ালদহ আদালত এই ঘটনায় সঞ্জয় রায়কে অভিযুক্ত করলেও পরিবারের দাবি একা সঞ্জয় নয় এর সাথে যুক্ত আছেন আরও অনেকে। এই ঘটনায় তদন্ত নিয়ে বার বার নিম্ন এবং উচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই।
RG Kar Student Death
আরজি করের তদন্ত কতদুর সোমবার আদালতে জানাতে হবে সিবিআইকে
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0