Nabanna Abhijan

নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, বন্‌ধের ডাক

রাজ্য

নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় তৈরি হয়েছে উত্তেজনা, মিছিল সাঁতরাগাছির কাছাকাছি গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেড ভাঙলে পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাঁধে পুলিশ এবং আন্দোলনকারিদের মধ্যে। আন্দোলনকারিদের অভিযোগ পুলিশ লাঠি চার্জ করেছে। অন্যদিকে পুলিশের দাবি তাদের লক্ষ করে ইঁট ছোঁড়া হয়েছে।

হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙতে গেলে আন্দোলনকারীদের লক্ষ্য করে জল কামান চালায় পুলিশ।  কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় পুলিশের পক্ষ থেকে।

ছাত্রসমাজের নামে  অভিযান ডাকা হলেও মঙ্গলবার বিকেলে বন্‌ধের ডাক দেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বারো ঘন্টার বন্‌ধের ডাক দিয়ে তিনি বলেছেন, বহু ছাত্রকে লালবাজারে আটকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বন্‌ধ। 

নবান্ন অভিযান ঘিরে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আশঙ্কা জানিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেছিল পুলিশ। তাতে এই কর্মসূচি বিশেষ প্রচারও পেয়েছিল। মঙ্গলবার তেমনই হয়েছে কিনা তা খুব স্পষ্ট নয়। বিভিন্ন জায়গায় জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা গিয়েছে পুলিশকে। বহু কর্মসুচিতেই তৃণমূল সরকারের পূুলিশকে জলকামান বা কাঁধানে গ্যাস ব্যবহার করতে দেখা গিয়েছে।  

Comments :0

Login to leave a comment