দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল পুলিশ। তল্লাশির নামে ঝাঁপিয়ে পড়েছিল বিছানায়। ঘুমাচ্ছিল এক মাসের শিশু আলিশদা। পুলিশের বুটের তলায় থেঁতলে গিয়েছে ছোট্ট শরীর।
রাজস্থানের আলওয়ারে পুলিশের এই তাণ্ডবের নিন্দা জনতার মুখে মুখে। মঙ্গলবার আলিশদার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। সঙ্গে ছিলেন পার্টির রাজস্থানের নেতানেত্রীরা।
ঘটনা রবিবারের। নওগাওঁ থানার রঘুনাথগড়ে বাড়ি আলিশদার বাবা ইমরান খান এবং মা রাজিদার। সকালে বাড়িতে চড়াও হয় পুলিশ। দিনমজুর ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢোকে কোনও পরোয়ানা ছাড়াই। এখানেই শেষ হয়নি তাণ্ডব। ঘর থেকে টেনে বের করা হয় রাজিদাকে। ঘরে ঢুকে বিছানায় ঝাঁপিয়ে পড়ে পুলিশ তখনই থেঁতলে যায় আলিশদার শরীর। মৃত্যু হয় সদ্যোজাতের।
তীব্র ক্ষোভ আর যন্ত্রণা নিয়ে গ্রামবাসীরা এর আগে আলওয়ারে পুলিশ এসপি’র দপ্তরে দেখিয়েছেন বিক্ষোভ।
কারাত বলেছেন, ‘‘এই পুলিশ কারা, তাদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি দিতে হবে। পরোয়ানা ছাড়া তল্লাশির জন্য ঢুকে পড়ছে কি ক’রে জবাব দিতে হবে রাজ্যের বিজেপি সরকারকে।’’
এদিন কারাতের সঙ্গেই ছিলেন সিপিআই(এম) রাজস্থান রাজ্য সম্পাদক কিসান পারিখ, পার্টিনেত্রী সুমিত্রা চোপড়া এবং জেলা সম্পাদক রইসা। কারাত দীর্ঘক্ষণ কথা বলেছেন শিশুর মা রাজিদার সঙ্গে। রাজিদা শয্যাশায়ী।
কারাত বলেছেন, ‘‘কোনও প্রশাসন যখন ধর্মীয় পরিচিতিকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তখন এমনই ভয়ঙ্কর ঘটনা হয়। মুসলিম বিরোধী দৃষ্টিকোণ থেকে পরিচালিত হচ্ছে রাজ্য প্রশাসন। তারই পরিণতি এই ভয়াবহ শিশুমৃত্যু।’’
সিপিআই(এম)’র দাবি, এখনই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয় থানার প্রধান আধিকারিককে শাস্তি দিতে হবে।
Alwar Police Crushed Child
রাজস্থানে ঘরের ভেতর পুলিশের জুতোয় থেঁতলে মৃত্যু শিশুর, গেলেন বৃন্দা কারাত

×
Comments :0