Hawk

চিনা মাঞ্জায় আহত বাজপাখি

জেলা

Hawk



চিনা মাঞ্জার সুতোয় আহত বাজপাখি। আহত পাখিটির ওপরে আক্রমণ চালাতে থাকে কাক। প্রথমে এ দৃশ্য আগরপাড়ায় ডাকবাক কারখানার কর্মরত অক্ষয় দত্ত নামে এক শ্রমিকের নজরে আসে। কাকের আক্রমণ থেকে আক্রান্ত বাজপাখিটিকে উদ্ধার করেন তিনি। তারপর খবর দেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে। 
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, খবর পেয়ে আমরা দ্রত যোগাযোগ করি উত্তর চব্বিশ পরগনা জেলার বন বিভাগের সাথে। কি করতে হবে পাখিটিকে, কিভাবে রাখতে হবে। আহত ডানায় কি লাগানো উচিত। সবটাই ডিএফ ও ও রাজু সরকারের সঙ্গে আলোচনা করে জেনে নি। তারপর বন বিভাগের পক্ষে ব্যারাকপুর রেঞ্জ অফিস থেকে বন বিভাগের কর্মীরা এসে পাখিটিকে নিয়ে যান চিকিৎসার জন্য। আপাতত তাদের হেফাজতেই রয়েছে পাখিটি। বনদপ্তর জানিয়েছে সুস্থ হলে প্রকৃতিতে ফের ফিরিয়ে দেওয়া হবে পাখিটিকে। অম্বরিশ নাগ বিশ্বাস বলেছেন, আবার পাখিটি চিনা মাঞ্জায় জখম হবে কিনা তাকে বলতে পারে ?  তবে কেন  চিনা মাঞ্জা বন্ধ হচ্ছে না তা বলতে পারব না। মানুষ পশু পাখি সবার বিপন্নতা থেকে আমরা কি এই শিক্ষা নেব না ? এই ঘটনার পরিপেক্ষিতে পাখিপ্রেমীরা বলছেন, ইদানীং কলকাতা এবং রাজ্যের বেশ কিছু জায়গাতেই একের পর এক পাখি, মানুষের আঘাত মিলছে। মৃত্যুও ঘটছে চিনা মাঞ্জার রমরমায়। এই ঘটনার জন্য তাঁরা দায়ী করছেন চিনা মাঞ্জার সুতোকেই।


 

Comments :0

Login to leave a comment