দেশের সংবিধান বিপন্ন করছে বিজেপি। দেশ এক থাকবে কিনা সেই প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে। রবিবার মুর্শিদাবাদের লালগোলায় কমরেড জোহাক আলির স্মরণসভায় একথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
এদিন লালগোলা লাইব্রেরি মাঠে লালগোলা মদন মোহন রায় মঞ্চে স্মরণসভা হয়। বক্তব্য সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোমও। উপস্থিত ছিলেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, বদরুদ্দোজা খান, কংগ্রেসের মোর্তজা হোসেন প্রমুখ।
বিমান বসু বলেছেন, তৃণমূলের হাত আক্রান্ত রাজ্যে ভাষা, সংস্কৃতি। দেশের সম্প্রীতির ঐক্যের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর যা করা উচিত তিনি তা করছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রামচন্দ্র ডোম বলেন, দলিত সংখ্যালঘুদের অধিকার প্রশ্নের মুখে। আরএসএস পরিচালিত বিজেপি দেশের ইতিহাস, সম্প্রীতির ঐতিহ্যকে নষ্ট করছে।
সিপিআই(এম)মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য প্রবীণ পার্টিনেতা কমরেড জোহাক আলি গত ২০ এপ্রিল প্রয়াত হয়েছেন। কৃষক আন্দোলনের মাধ্যমে ১৯৮০ সালে তিনি পার্টি সদস্যপদ অর্জন করেন। তিনি কৃষক সভার রাজ্য কাউন্সিল সদস্য ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন লালগোলা ব্লকের লস্করপুর হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। মুর্শিদাবাদ জেলা কৃষক সভার সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
BIMAN BASU LALGOLA
দেশ এক থাকবে কিনা, দাঁড়িয়ে সেই প্রশ্নের মুখে: বিমান বসু
×
Comments :0