Uttarpradesh

উত্তর প্রদেশে ভোটারকে ভোটদানের বাধা, অভিযোগ পেয়ে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো কমিশন

জাতীয়

অখিলেশ যাদবের অভিযোগের ভিত্তিতে উত্তর প্রদেশ পুলিশের দুজন অধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। বুধবার উত্তর প্রদেশের ন’টি কেন্দ্রে চলছে উপ-নির্বাচন। এক্সহ্যান্ডেলে একটি অখিলেশ জানান যে বেশ কিছু জায়গায় পুলিশ ভোটারদের পরিচয় পত্র যাচাই করছে। কমিশনের নিয়ম অনুযায়ী পুলিশ এই কাজ কোন ভাবে করতে পারে না। তিনি আরও অভিযোগ করেন যে কয়েকজন ভোটারকে ভোটাদানে বাধা দিয়েছে পুলিশ। কমিশনের অখিলেশ অভিযোগ জানানোর সাথে সাথেই অভিযুক্ত দুজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে কমিশন। যাদের ভোট দিতে দেওয়া হয়নি তারা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

সমাজবাদী পার্টির অভিযোগ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোটারদের ভোটাধিকার প্রয়োগ থেকে বাধা দেওয়া হচ্ছিল। কমিশনের পদক্ষেপর পর অখিলেশ এক্সহ্যান্ডেলে ভোটারদের প্রতি আবেদন জানিয়ে লিখেছেন যে, যদি তাদের কোন পুলিশ না নির্বাচনী আধিকারিক ভোটাদানে বাধা দেয় সেই ক্ষেত্রে দ্রুত কমিশনে অভিযোগ জানানোর।

 

Comments :0

Login to leave a comment