বয়স জনিত সমস্যার কারণে কমরেড দেবযানী চক্রবর্তী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে যাদবপুর-বিজয়গড় অঞ্চলের মহিলা আন্দোলন এবং আমৃত্যু সিপিআই(এম)’র সঙ্গে যুক্ত ছিলেন। কমরেড দেবযানী চক্রবর্তী মহিলা সংগঠনের আঞ্চলিক কমিটির সদস্যও ছিলেন। এলাকার সমস্ত অংশের মানুষের সঙ্গে ছিল তাঁর সুসম্পর্ক। সংগঠনের কাজ ছাড়াও, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচির সঙ্গেও নিজেকে জড়িয়ে রাখতেন তিনি।
কমরেড দেবযানী চক্রবর্তী নিষ্ঠার সঙ্গে পার্টির দেওয়া কর্তব্য পালন করে গিয়েছেন দিনের পর দিন। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য, পার্টি শাখা সদস্য, মহিলা সংগঠনের কর্মী এবং অঞ্চলের সাধারণ মানুষ। সংগঠনের পতাকায় ঢাকা তাঁর মরদেহ নিয়ে শেষযাত্রায় শামিল হন তাঁর সহ কমরেডরা। তিনি পরিবারে রেখে গিয়েছেন তাঁর স্বামী, এক পুত্র, পুত্রবধূ এবং নাতনিকে।
Comments :0