Felicitation Construction Worker

নদী থেকে উদ্ধার শিশুকে, সেই নির্মাণ শ্রমিককে সম্বর্ধনা

জেলা

লিটন মিঞাঁ বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিচ্ছেন সিআইটিইউ নেতা দেবজ্যোতি সিন্‌হা। ছবি: উৎপল মজুমদার

সেতু থেকে নদীতে পড়ে গিয়েছিল শিশু। ভেসে যাচ্ছিল স্রোতে। প্রাণের ঝুঁকি নিয়ে শিশুকে বাঁচিয়েছিলেন নির্মাণ শ্রমিক লিটন মিঞাঁ। বছর চব্বিশের এই শ্রমিককে সম্বর্ধনা দিল সিআইটিইউ।
গত ৪ ফেব্রুয়ারি মানিকচক থানার ভুতনির ফুলহর নদীর ব্রিজ থেকে এক কন্যা শিশু নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন লিটন। 
মঙ্গলবার সিআইটিইউ অনুমোদিত নির্মাণ শ্রমিক ফেডারেশনের মালদহ জেলা সম্বর্ধনা দেয় লিটকে। ছিলেন সিআইটিইউ-র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। 
এর আগে মানিকচকের পুলিশও লিটনকে পুরস্কৃত করে। লিটনের বাবাও একজন নির্মাণ শ্রমিক। মা ও স্ত্রী বিড়ি বাঁধার কাজ করেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন