বিচার যতক্ষণ না মিলছে থাকতে হবে রাস্তায়। রবিবারও এই আবেদনই জানালেন আরজি কর হাসপাতালে ধর্ষিত-নিহত চিকিৎসকের বাবা।
বিচারের দাবিতে গড়ে ওঠা ‘অভয়া মঞ্চ’-র ডাকে রবিবার সোদপুর-পানিহাটি থেকে শ্যামবাজারের দিকে চলছে মিছিল। (ক্লিক করে শুনুন বক্তব্য)।
অভয়া মঞ্চের ডাকে নির্যাতিতা তিলোত্তমার বাসস্থান এলাকা থেকে ঘটনার ১০০ দিনের মাথায় মিছিল হচ্ছে। ১০০ সাইকেল আরোহী সাইকেল চালিয়ে তিলোত্তমার বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত যাচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘অভয়া মঞ্চ’ সন্ধে ছটার সময় ১০০ সেকেন্ড নীরবতা পালন করেছে।
প্রতিবাদীরা বলেছেন, নীরবতা আসলে আরো জোরে প্রতিবাদ করার জন্যই। বিচারের দাবিতে লড়াই চলবে।
সন্ধ্যা ৭টা নাগাদ মিছিল কামারহাটি পার করে ধীরে ধীরে ডানলপের দিকে এগোচ্ছে। সকাল থেকেই একাধিক বার কলকাতা পুলিশ শ্যামবাজারে মঞ্চ তৈরি করতে বাধা দিয়েছে। সন্ধ্যা ছটাতেও মঞ্চ করতে দেয়নি। আন্দোলনের অন্যতম নেতা চিকিৎসক উৎপল ব্যানার্জি বলেন, সুষ্ঠুভাবেই কর্মসূচি করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিলাম। তবে পুলিশ বাধা দিলেও কর্মসূচি পালন করা হবে।
Abhaya Mancha Rally
বিচার না মেলা পর্যন্ত রাস্তায় থাকতে বলছেন ‘অভয়া’-র বাবা
×
Comments :0