Kamarhati Municipality

প্রতিবন্ধী পৌর কর্মীকে মারধর, অভিযুক্ত সিকিউরিটি ইনচার্জ

রাজ্য

বাদিকে আক্রান্ত ঠিকাকর্মী সোমনাথ মুখার্জি। ডানদিকে অভিযুক্ত জয়ন্ত দত্ত কামারহাটি পৌরসভার সিকিউরিটি ইনচার্জ। ছবি - অভিজিত বসু।

কামারহাটি পৌরসভার প্রতিবন্ধী ঠিকাকর্মী সোমনাথ মুখার্জি এবং তাঁর স্ত্রী লক্ষ্মী মুখার্জি শুক্রবার সংবাদ মাধ্যমে জানান, পৌরসভার সিকিউরিটি ইনচার্জ জয়ন্ত দত্ত পৌরসভার মধ্যেই মাটিতে ফেলে বেধড়ক মারধর করেছেন সোমনাথ মুখার্জিকে। ঘটনার দিনেই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা। ওই দিনেই পুলিশ জয়ন্ত দত্তকে থানায় নিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল। তাঁদের অভিযোগ, প্রতিবন্ধী পৌর কর্মীকে মারধর করার পরেও জয়ন্ত দত্তকে পুলিশ ছেড়ে দিয়েছে কারণ সে ২২নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ। প্রতিবন্ধী  ঠিকাকর্মী সোমনাথ মুখার্জি জানান, তাঁর স্ত্রী লক্ষ্মী মুখার্জি সম্পর্কে কুরুচিকর প্রস্তাব দিত জয়ন্ত দত্ত। প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে কর্মস্থলেই তাঁকে  হেনস্তা করা হচ্ছে। সম্প্রতি জয়ন্ত দত্ত হুমকি দিয়ে সোমনাথ মুখার্জিকে বলে, ‘‘হাজিরা তে তোর নাম কে তোলে দেখব।’’ এই কথার প্রতিবাদ করাতে, সোমনাথ মুখার্জির স্ত্রীর নাম করে ফের কুরুচিকর কথা বলে মারধরের ঘটনাটি হয় বলে অভিযোগ। অপরদিকে জয়ন্ত দত্তকে পৌরসভার বিভিন্ন বিভাগের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বিচারের দাবি করে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পৌর প্রধানের কাছে শুক্রবার আবেদন জানিয়েছেন,সোমনাথ মুখার্জি ও তাঁর স্ত্রী লক্ষ্মী মুখার্জি।

Comments :0

Login to leave a comment