Crime

এবার দিনেদুপুরে খোদ পুলিশের বাইক চুরি!

জেলা

গত একমাস ধরে উলুবেড়িয়া থানা এলাকার ওটি রোডের আশপাশ থেকে অনেকগুলি বাইক চুরির অভিযোগ আসছিল স্থানীয়দের থেকে। যদিও পুলিশ এই ব্যাপারে নির্বিকার ছিল। এবার পুলিশের সিসিটিভি ক্যামেরার সামনে থেকে কর্তব্যরত পুলিশ অফিসারের বাইক চুরি গেলো। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে উলুবেড়িয়া থানা এলাকার বাজারপাড়া ভোক্তার মোড়ে। চুরি যাওয়া বাইক মালিকের নাম সহদেব পাল। তিনি উলুবেড়িয়া ট্রাফিক পুলিশের এএসআই পদে কর্মরত। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই উলবেড়িয়া থানা এলাকার ওটি রোডের আশপাশে অনেকগুলি বাইক চুরি যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বাইক চুরি ও উদ্ধারের ব্যাপারে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কার্যত পুলিশ নির্বাক শ্রোতা হয়ে থাকছে বাইক চুরির ঘটনায়।
জানা গেছে, সোমবার উলুবেড়িয়া ট্রাফিক পুলিশের এএসআই সহদেব পাল প্রতিদিনের মতোই ডিউটি করতে আসে বাজারপাড়া ভোক্তার মোড়ে। বেলা সাড়ে ১১ টার সময় ওটি রোডের  ধারে বাইক রেখে যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর তার গোচরে আসে তিনি যেই জায়গাটিতে বাইক রেখেছিলেন সেখানে তার বাইক নেই। তিনি যে জায়গাটি বাইক রেখেছিলেন সেখানে পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরা ছিল। এরপর তিনি দিশেহারা হয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজী শুরু করেন। পুলিশের সিসিটিভির ক্যামেরা থেকে ছবি না পাওয়া গেলেও আশপাশের বিভিন্ন দোকান থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায় এক যুবক বাইকটি নিয়ে চলে যাচ্ছে। প্রথমে বাজারপাড়া সিনেমাতলা। তারপর উলুবেড়িয়া রেল ব্রিজ হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছে। সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও ঘটনার প্রায় ২৪ ঘন্টা কেটে গেলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। উদ্ধার করতে পারিনি খোয়া যাওয়া বাইকটি।
কদিন আগেই ওটি রোডে পাস থেকে চুরি যাওয়া বাইকের মালিক দিপেন্দু মন্ডল জানিয়েছেন, আমি স্টেডিয়ামের কাছে ওটি রোডের ধারে বাইক রেখে নিজের দোকানে ঢুকেছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি আমার বাইক নেই। এরপর উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করি। আজ জানতে পারলাম পুলিশের বাইক চুরি গেছে। যেখানে পুলিশের বাইক চুরি যাচ্ছে সেখানে আমাদের মত সাধারণ মানুষেরা কি করব? 
যে এলাকা থেকে পুলিশের বাইক চুরি গেছে, এই এলাকার এক ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, প্রত্যেক দিনের মতোই পুলিশ অফিসারটি বাইকটি রাস্তার ধারে এসে রাখে। এর কিছুক্ষণ পরেই পুলিশের খোঁজাখুঁজি দেখে বুঝতে পারি বাইকটি চুরি হয়ে গেছে। আমাদের এলাকা থেকে এর আগেও অনেকগুলি বাইক চুরি হয়েছে। পুলিশের যদি বাইক চুরি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের সম্পত্তি নিরাপত্তা কোথায়?

Comments :0

Login to leave a comment