CPIM DELHI

প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করেছে দিল্লিতে, বলল সিপিআই(এম) রাজ্য কমিটি

জাতীয়

আপের ১০ শতাংশ ভোট সরে গিয়েছে। মুখ্যত বিজেপি তা থেকে লাভবান হয়েছে। ৪৫.৯২ শতাংশ ভোট পেয়ে ৪৮ আসনে জয়ী বিজেপি। আপ’র শীর্ষস্তরের একাধিক নেতা পরাজিত হয়েছেন। তা থেকে বোঝা যায় কড়া মাত্রায় প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করেছে দিল্লির ভোটে। 
দিল্লি বিধানসভার ফলাফল বিশ্লেষণ করে এ কথা বলেছে সিপিআই-এম দিল্লি রাজ্য কমিটি।
সিপিআই-এম-র এই রাজ্য কমিটির ব্যাখ্যা, প্রতিষ্ঠান বিরোধিতার পিছনে কাজ করেছে আপ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি কার্যকর না করা। বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি আগ্রাসী প্রচার চালিয়েছে। সেই প্রচার মোকাবিলা করতে না পারাও একটি কারণ। 
বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার উপরাজ্যপালের মাধ্যমে আপ সরকারের বিভিন্ন কর্মসূচিতে বাধা দিয়ে গিয়েছে এবং অন্তর্ঘাত করেছে। সংসদে সংখ্যাধিক্য ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার আইন সংশোধন করেছে। তার মাধ্যমে কার্যত দিল্লির প্রশাসন নিয়ন্ত্রণ করেছে কেন্দ্র। এই পদক্ষেপ সরাসরি রাজ্য সরকারের ওপর আঘাত নামিয়ে এনে তার কাজে বাধা দেওয়া। 
বলা হয়েছে, এক ডজনের বেশি আসনে বিজেপি অত্যন্ত কম ব্যবধানে জয়ী হয়েছে আপ এবং কংগ্রেসের মধ্যে বোঝাপড়া না হওয়ায়। ভোট বিভাজনের সুবিধা পেয়েছে বিজেপি। বলা হয়েছে যে কংগ্রেসের প্রচার বিজেপির বদলে মুখ্যত আপের বিরুদ্ধেই চলেছে। তার সুবিধা পেয়েছে বিজেপি। 
বলা হয়েছে যে সঙ্ঘ পরিবারের বিভিন্ন সংগঠন তৃণমূল স্তরে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক মেরুকরণের পক্ষে প্রচার চালিয়ে গিয়েছে। বলা হয়েছে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে এবং প্রকাশ্যে তা বিলি করা হয়েছে। জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে বাধা দেওয়ার জন্য কোন ব্যবস্থা নেয়নি। 
দিল্লি রাজ্য কমিটি জানিয়েছে যে এই ফলাফল দিল্লিতে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলির সামনে চ্যালেঞ্জকে স্পষ্ট করেছে।

Comments :0

Login to leave a comment