CPI(M) RALLY

এগরা কান্ডের প্রতিবাদে কসবায় সভা

কলকাতা

CPIM BJP RSS TMC WEST BENGAL POLITICS BENGALI NEWS

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানার আড়ালে বোমা কারখানা চালাচ্ছিলেন তৃণমূল নেতা ভানু বাগ। মঙ্গলবার সেই কারখানায় বিস্ফোরণ ঘটে। মহিলা সহ প্রাণ হারিয়েছেন ১০ জন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৭জন। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল এবং পুলিশের মদতেই এই কারখানা চলত। 

এই ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার কসবা এলাকার এনকে ঘোষাল রোডে বিক্ষোভ সভা করল সিপিআই(এম)। সিপিআই(এম)’র কসবা-১ এরিয়া কমিটির ডাকে চিত্তরঞ্জন গার্লস স্কুলের সামনে এই বিক্ষোভ সভা হয়। সভা পরিচালনা করেন বৃহস্পতি হালদার। বক্তব্য রাখেন শিবব্রত সিনহা, সমন্বয় রাহা, অর্ণব ভট্টাচার্য, নেপাল সাহা, কুণাল সেনগুপ্ত প্রমুখ। 

এদিনের সভা থেকে রাজ্যে আইন শৃঙ্খলা ফেরানোর দাবি জানানো হয়। একইসঙ্গে দুর্নীতি বিরোধী জনমত সংগঠিত করতে সাক্ষর অভিযানও চালানো হয়। 

Comments :0

Login to leave a comment