Birbhum CPI(M) rally

বীরভূমে মহামিছিল

রাজ্য

পাথর থেকে ডিসিআরের নামে তোলাবাজির বিরুদ্ধে ফের মহামিছিল রামপুরহাটে। বিশাল সংখ্যায় মানুষ সিপিআই(এম) এর ডাকা শুক্রবারের মহামিছিলে পা মেলালেন। আওয়াজ তুললেন, পাথর বলয়ে রাজস্ব আদায়ের নামে নকল ডিসিআর থেকে প্রতদিন কোটি টাকার তোলাবাজি বন্ধ করতে হবে। মিছিলে রয়েছে সুজন চক্রবর্তী। 

বগটুইয়ে নৃশংস হত্যালীলার পর আংশিক এবং সিবিআইয়ের হাতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর সম্পূর্ন বন্ধ হয়েছিল পাথর থেকে ডিসিআরর নামে তোলাবাজি। কিন্তু মাসকয়েক বন্ধ থাকার পর চলতি মাসের পয়লা তারিখ থেকে ফের পুরোনো চেহারা পেয়েছে সেই তোলাবাজি। বীরভূমের পাঁচামী, শালবাদরা, রামপুরহাট, নলহাটি, রাজগ্রাম-সর্বত্র সরকারি রাজস্ব আদায়ের চেকগেটের দখল নিয়েছে আগেকার মত তৃণমূলের মদতপুষ্টরা। ফলাফল, পাথর বলয়ে নেমে এসেছে মন্দা। কমছে পাথর বিক্রি। খেসারত দিচ্ছেন পাথর শ্রমিকরা। কাজ কমছে তাদের। এরই প্রতিবাদে এদিন পথে নেমেছেন অগুণিত মানুষ।

Comments :0

Login to leave a comment