CPI(M) TRIPURA PRESS RELEASE

প্রতিরোধের জন্য জনতাকে অভিনন্দন ত্রিপুরা পার্টির

জাতীয়

TRIPURA ASSEMBLY ELECTION 2023 BJP CPIM CONGRESS TIPRA MOTHA BENGALI NEWS জনতার চাপে অমরপুরে ধৃত ভুয়ো ভোটার

২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে এক বিবৃতি প্রকাশ করল সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রকাশিত বিবৃতিতে সিপিআই(এম) জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যের নির্বাচকমণ্ডলী এক তেজোদীপ্ত দৃঢ়পণ বলিষ্ঠ ভূমিকা প্রদর্শন করে গণতন্ত্র, শান্তি-সম্প্রীতি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় প্রকৃতই নিজেদের এক অনন্য ভূমিকায় প্রতিষ্ঠিত করেছেন। এই অসাধারণ লড়াইয়ে প্রকৃতপক্ষে ত্রিপুরার সাহসী নির্বাচকমণ্ডলীই জয়ী হয়েছেন৷ শাসক বিজেপির সমস্ত ষড়যন্ত্র, ভয়ভীতি, প্রতিবন্ধকতা এবং দৈহিক আক্রমণ ও জায়গায় জায়গায় আক্রমণ প্রতিহত করে যেভাবে এগিয়ে এসে স্বাধীনভাবে নিজেদের ভোট দেবার মৌলিক অধিকার প্রয়োগ করেছেন তা ত্রিপুরার বুকে এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে৷ দেশের সামনেও এ এক দৃষ্টান্ত৷ আমরা ভারতের মার্কসবাসী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে ত্রিপুরার বাহাদুর নির্বাচকমণ্ডলীর প্রতি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ 

বিবৃতিতে সিপিআই(এম) জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অস্বাভাবিক সময় লেগে গেছে৷ ভোটদাতাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ বিকাল চারটায় ভোট শেষ হবার কথা৷ কিন্তু রাত নয়টার পরেও রাজ্যের বহু জায়গায় ভোটদাতাদের লাইনে দাঁড়িয়ে ভোট দেবার জন্য অপেক্ষা করতে হচ্ছে৷ এটা বাঞ্ছনীয় ছিল না৷ এরজন্য অপেক্ষমান নির্বাচকমণ্ডলীকে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি৷ এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য নির্বাচন কমিশনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানাচ্ছি৷ 

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী জানিয়েছে, বিভিন্ন বুথ কেন্দ্রে অবিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট ভোট শেষে নিজের দায়িত্ব পালন শেষ করে বুথ কেন্দ্র থেকে বের হতে গিয়ে শাসক দলের দুর্বৃত্তদের ঘেরাও এবং আক্রমণের সম্মুখীন হচ্ছেন৷ আমরা শাসক দলের এই কাপুরুষোচিত ভূমিকার তীব্র নিন্দা করছি৷ নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি পুলিশ ও প্রশাসনের দিক থেকে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে অবিজেপি দলের পোলিং এজেন্টদের নিরাপদ স্থানে পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে৷ আক্রমণকারী ও আক্রমণে উদ্যোগী দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী শাস্তির দাবিও জানিয়েছে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment