CPI(M)

নদীয়ায় সমবায় সমিতি নির্বাচনে জয়ী সিপিআই(এম)

জেলা

CPIM BJP RSS TMC WEST BENGAL POLITICS BENGALI NEWS

নদীয়ার পলাশিপাড়ার ধোপট্ট  কৃষি সমবায় নির্বাচনে বিপুল জয় পেলেন সিপিআই(এম) সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে বাম প্রার্থীরা জয়ী হয়েছেন ৪৯টি আসনে। তৃণমূল জিতেছে ২০টি আসন। সমবায় সমিতিতে মোট ভোটার ১৭৩৪জন।

এই সমবায় সমিতি নির্বাচনে বিজেপি কোনও আসনে প্রার্থী দিতে পারেনি। ফলে তৃণমূলের সঙ্গে সিপিআই(এম)’র সরাসরি লড়াই হয়। এলাকার সিপিআই(এম) নেতৃত্ব জানাচ্ছেন, এই নির্বাচনের প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়তে চলেছে। পঞ্চায়েতেও তৃণমূল প্রার্থীদের হারানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এলাকার মানুষ। 

Comments :0

Login to leave a comment