ডিজিটাল অ্যারেস্টের নামে বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের থেকে এক কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগ। এই ঘটনায় গুজরাট, হরিয়ানা মুম্বাই থেকে একজন মহিলা সহ ১৩ জনকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশ জেলা। একটা বিরাট চক্র এই প্রতারণার সাথে যুক্ত। বিদেশেও এই টাকা পাচার করা হয়েছে। দুবাই ও কম্বোডিয়া থেকে এই অপরাধ সংগঠিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ১০০ টি ব্যাংক অ্যাকাউন্টসহ ৪ লক্ষ টাকা পুলিশ ফ্রিজ করে।
Comments :0