Ranji Trophy

দানিশের সেঞ্চুরি রঞ্জির ফাইনালে

খেলা

danish-malwars-century-against-kerala-ranji-trophy

মহারাষ্ট্র বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে রঞ্জির ফাইনালে নেমেছে কেরালা ও বিদর্ভ । বিদর্ভের বছর ২১ এর দানিশ মালবর করলেন শতরান। কিছুদিন আগেই  প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটেছিলো তার। গত নভেম্বরেও গুজরাটের বিরুদ্ধে শতরান করেছিলেন দানিশ।১৭১ বলে ১০০ রানের অংকে পৌঁছান তিনি। দিনশেষে ২৫৯ বলে ১৩৮রানে অপরাজিত রয়েছেন দানিশ। 

Comments :0

Login to leave a comment