WHEEL CHAIR TENNIS

টানা ৯ বার হুইল চেয়ার টেনিসের গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ডি গ্রুট

খেলা

WHEEL CHAIR TENNIS SPORTS AUSTRALIAN OPEN BENGALI NEWS

টানা নয় বার মহিলাদের হুইল চেয়ার টেনিসের গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন নেদারল্যান্ডসের টেনিস তারকা ডিয়েডি ডি গ্রুট। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহিলাদের হুইল চেয়ার সিঙ্গেলসের ফাইনালে জাপানের প্রতিপক্ষ ইউয়ি কামিজিকে ০-৬, ৬-২ এবং ৬-২ ব্যাবধানে পরাজিত করেন গ্রুট। 

এই নিয়ে পঞ্চমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন গ্রুট। মহিলাদের হুইল চেয়ার টেনিস বিভাগে এখনও অবধি মোট ১৭টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস জিতেছেন গ্রুট। তিনি শেষবার টেনিস কোর্টে পরাজিত হন ২ বছর আগে। সেইবার তাঁর প্রতিদ্বন্দী ছিলেন ইউয়ি কামিজি। সেই কামিজিকে হারিয়েই যেন মধুর প্রতিশোধ নিলেন গ্রুট। 

অপরদিকে পুরুষ বিভাগে এদিন গ্র্যান্ডস্ল্যাম জেতেন ব্রিটেনের অ্যালফি হেওয়েট। প্রতিযোগিতার শীর্ষ বাছায় অ্যালফি ফাইনালে তৃতীয় বাছাই জাপানের টোকিটো ওডাকে ৬-৩ এবং ৬-১ ব্যবধানে পরাজিত করেন। এই নিয়ে মোট ৭ বার পুরুষদের হুইল চেয়ার টেনিসের সিঙ্গলস বিভাগে গ্র্যান্ডস্ল্যাম জিতলেন অ্যালফি। 

Comments :0

Login to leave a comment