Deblina Hembram

লাল ঝান্ডাকে চুপ করিয়ে রাখা যাবে না: দেবলীনা

রাজ্য জেলা

মঙ্গলবার রাজ্য সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের সমাপ্তির পর ডানকুনি ফুটবল ময়দানে প্রকাশ্য সমাবেশে দেবলীনা হেমব্রম বলেন, মানুষকে অভিনন্দন এই সমাবেশ সফল করার জন্য। আমরা বলতে চাই, আর চুপ করে সহ্য করবো না। যারা অন্যায় করেছে তাদের ভয় হবে। আজ সিঙ্গুরে কারখানা হলে রাজ্যের ছেলে মেয়ে গুলো বাইরে যেত না। ওরা আজ ক্ষমতায় আছে, ওদের কোন দায়িত্ব নেই?
জঙ্গলমহলে আমাদের কমরেডের খুন করেছে, শালকুকে খুন করেছে কারণ ওরা মানুষের সাথে ছিল। ওরা ভেবেছিল চুপ করিয়ে রাখবে। কিন্তু লাল ঝান্ডার কর্মীরা চুপ করে থাকে না। বিজেপি তৃণমূল মানুষকে ঠকিয়েছে। এদেরকে তাড়াতে হবে, না হলে শান্তি নেই।
নারী নির্যাতনের বাড়ছে, আর মুখ্যমন্ত্রী বলছে ছোট ঘটনা, অপরাধীরা উৎসাহ পাচ্ছে। বিজেপি বলছে, ওরা সব করে দেবে। ওরা বলছে ভাতা দিচ্ছে, সেই টাকা কোথা থেকে আসছে? মানুষের টাকা থেকে দিচ্ছে। ওদের জমিদারি নয় মানুষের অধিকারের এই ভাতা। মুখ্যমন্ত্রী বলছে বামপ্ন্থীদের সময় ভুল কাজ, দুর্নীতি হয়েছে তারপর বলছে ফাইল নেই। 
আদিবাসী হোস্টেল স্কুল বন্ধ করে দিচ্ছে। ওরা চায়না প্রান্তিক মানুষ শিক্ষিত হোক ওদের প্রশ্ন করুক। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, ধর্ম সংস্কৃতি আলাদা। মানুষ সবাই। আমাদের সবার দাবি এক, কেন আমরা আলাদা হয়ে লড়াই করবো। আমাদের অধিকার আদায় করতে হবে। এক হতে হবে সবাইকে। আমাদের নেতৃত্ব ভেবেছিল রাজ্যের ছেলে মেয়েগুলো উন্নতি করুক। ওদের সহ্য হলো না। ওরা চায়নি প্রান্তিক মানুষ উঠে দারাক, সেই জন্য খুন করেছে। আমাদের বাইরে ভিতরে দুই জায়গায় লড়াই করতে হবে। সংসদে, বিধানসভায় লাল ঝান্ডা নেই তাই মানুষের অধিকার হারিয়ে যাচ্ছে। কেউ কথা বলার নেই। তৃণমূল বিজেপিকে উচ্ছেদ না করলে রাজ্য এগোবে না। এই দুইয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে।

Comments :0

Login to leave a comment