COOPERATIVE ITAHAR

ইটাহারের সমবায় সমিতিতে জয়ী গণতান্ত্রিক প্রার্থীরা

জেলা

ইটাহার ছয়ঘরা অঞ্চলের সমবায় সমিতির ভোটে জয়ের পর গণতান্ত্রিক প্রগতিশীল প্রার্থীরা।

ভয় হুমকি ধমকি উপেক্ষা করেও গণতান্ত্রিক প্রগতিশীল প্রার্থীদের জয়ী করলেন ইটাহারের সমবায় সমিতির সদস্যরা। ক্ষমতার অপব্যবহার করেও তৃণমূল ধরাশায়ী সমবায় ভোটে। 
উত্তর দিনাজপুর জেলার ইটাহার ছয়ঘরা অঞ্চলের সমবায় সমিতির ভোট ছিলো রবিবার। টানটান উত্তেজনা ছিল ভোট ঘিরে।  
সন্ধ্যায় জানা গিয়েছে ১২টি আসনের মধ্যে ৯টিতেই গণতান্ত্রিক প্রগতিশীল প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ী প্রার্থীরা যথাক্রমে বিরাট কুণ্ডু, লতিফা বিবি,  আব্দুল হক, আব্দুল তোয়াব, অনিল প্রামানিক, গৌতম বিশ্বাস, কানাই বিশ্বাস, মানসুর রহমান এবং মোহাম্মদ মোস্তফা।

Comments :0

Login to leave a comment