Kamarhati

কামাহাটিতে ডায়রিয়া সংক্রমণ, হাসপাতালে ভর্তি একাধিক

জেলা

কামারহাটি ২৯ নং ওয়ার্ডে ডাইরিয়ায় আক্রান্ত ৪০ জন। ডায়রিয়া আতঙ্কে আতঙ্কিত কামারহাটির বাসিন্দারা।

কামারহাটি চৌধুরী পাড়া অঞ্চলের ৪০ থেকে ৫০ জন মানুষ পেটের সংক্রমণ নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ও কামাহাটি এসআই হসপিটালে ভর্তি। সাধারণ মানুষের অভিযোগ জল থেকেই এই সমস্যা। দিন পাঁচেক ধরেই এই ঘটনা চলছে। এলাকার মানুষের অভিযোগ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। জলে প্রচুর আয়রন পাওয়া যাচ্ছে। 

এলাকাবাসী অভিযোগ দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল তার সত্বে কোন কাজ হয়নি পৌরসভার পক্ষ থেকে। 

সূত্রের খবর পৌরসভার পক্ষ থেকে জল সংগ্রহ করে সেই জল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। পৌরসভার কর্তৃপক্ষ অনুমান আগামীকাল অথবা মঙ্গলবার সেই রিপোর্ট এসে যাবে তারপরে পৌরসভা সেই ভাবে ব্যবস্থা গ্রহণ করবে। 

Comments :0

Login to leave a comment