সাইবার প্রতারণার ঘটনার তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের নাম করে এক কোটি তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত শুরু করে ন’জনকে গ্রেপ্তার করে আসানসোল সাইবার থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুইজনকে কলকাতা থেকে, ৪ জনকে জগদ্দল থেকে এবং ৩ জনকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার আসানসোলে সাংবাদিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(হেড কোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ বলেন, আসানসোল ( দক্ষিণ ) থানার জনৈক চঞ্চল ব্যানার্জিকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ কোটি ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। তাঁকে ফোন করে প্রতারকরা বলেছিল, তার আধারকার্ড ব্যবহার করে আপত্তিকর পার্সেল পাঠানো হয়েছে ব্যাংককে। প্রতারিত ব্যক্তি আসানসোল সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে কলকাতা থেকে একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জগদ্দল থেকে আরও একজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এক মহিলা সহ আরও ছয় জনকে গ্রেপ্তার করে। এখনও ঘটনার তদন্ত চলছে। ধৃত ন’জনের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ল্যাপটপ, অনেকগুলি ব্যাঙ্কের পাস বই সিজ করেছে পুলিশ।
Digital Arrest Case
সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৯
×
Comments :0