সিদ্দারামাইয়াই মুখ্যমন্ত্রী থাকবেন জানিয়ে দিলেন শিবকুমার। জানালেন গোষ্ঠী কোন্দলকে তিনি সমর্থন করেন না।
সিদ্দারামাইয়া শিবকুমার দ্বন্দ নিয়ে কর্ণাটকে বেশ চাপে কংগ্রেস। শিবকুমার ঘনিষ্ট বিধায়কদের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি তোলা হয়েছে সিদ্দারামাইয়াকে সড়িয়ে তাকে মুখ্যমন্ত্রী করার জন্য। ২০২৩ সালে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রীত্ব নিয়ে দুই নেতার মধ্যে তৈরি হয় দ্বন্দ। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে শিবকুমারকে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু সেই সময় থেকেই শিবকুমার অনুগামী বিধায়কদের পক্ষ থেকে দাবি তোলা হয় আড়াই বছরের মাথায় বদল করতে হবে মুখ্যমন্ত্রী।
আড়াই বছর পার করার পরপরই শিবকুমার অনুগামীদের পক্ষ থেকে তাকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলা হয়েছে। দিল্লিতে গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের সাথে দেখাও করেন বিধায়কদের একাংশ।
তবে এদিন এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শিবকুমার। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, কর্ণাটকের ১৪০টা বিধায়ক কংগ্রেসের বিধায়ক। মুখ্যমন্ত্রী এবং আমি দুজনেই শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে চলতে বাধ্য।
বিধায়কদের দিল্লিতে শীর্ষ নেতাদের সাথে দেখা করার প্রসঙ্গে শিবকুমার বলেন, ‘‘মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয় নিয়েই বিধায়করা দিল্লি গিয়েছিলেন নেতৃত্বের সাথে দেখা করার জন্য।’’
এদিন শিবকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিদ্দারামাইয়াই পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করবেন। শিবকুমার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন তিনি পাঁচ বছর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করবেন। আমরা তার সাথে কাজ চালিয়ে যাবো।’’
Karnataka
সিদ্দারামাইয়াই থাকবেন মুখ্যমন্ত্রী : শিবকুমার
×
Comments :0