নবীন এবং প্রবীন চিকিৎসকরা ছাড়াও স্বাস্থ্য কর্মী, নার্সরা মিছিলে অংশ নিয়েছেন। আন্দোলনরত চিকিৎসকদের দাবি আর জি কর হাসপাতালের দুর্নীতির বিষয় সিবিআই তদন্তে উঠে এলেও চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার যেই তদন্ত সিবিআই করছে সেই বিষয় কোন কিছু জানা যায়নি। তদন্ত কি কি উঠে এসেছে তা জানানো হয়নি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের একটা অংশ রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করলেও হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। কিন্তু প্রায় একমাস হয়ে গেলেও তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয় কিছু জানা যাচ্ছে না। অন্যদিকে কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমান লোপাটের অভিযোগ উঠছে বার বার। সেই কি পদক্ষেপ নিচ্ছে সিবিআই তা নিয়েও প্রশ্ন উঠছে।
Comments :0