কাটিহার থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট থেকে এক মাদক পাচারকারীকে মালদহ টাউন স্টেশনে গ্রেপ্তার করল মালদহ টাউন স্টেশনের জিআরপি। ধৃতের নাম মহঃ ইসমাইল (২৮)। পাচারকারীর বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনিচক গ্রামে। জিআরপি’র বক্তব্য, পাচারকারী নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ২ কেজি ১৮ গ্রাম ব্রাউন সুগার নিয়ে ট্রেনে উঠেছিল। মাদক মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছিল। মাদকের বাজার মূল্য ১০ কোটির বেশি টাকা।
drug peddler arrested
মালদহে ট্রেন থেকে ধৃত মাদক পাচারকারী
×
Comments :0