রাজ্যের পাশাপাশি গোটা দার্জিলিঙ জেলা জুড়ে ভেঙে পড়া আইনশৃঙ্খলার বিরুদ্ধে, যানজট ও পার্কিং সমস্যার সমাধান সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট অফিস অভিযানে সামিল হবেন যুবরা। ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলা কমিটির পক্ষে আগামী ১৬ডিসেম্বর শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অফিস অভিযান কর্মসূচী হবে। ওই দিন দুপুর ১২টায় শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে জমায়েত করে পুলিশ কমিশনারেট দপ্তর অভিযান সংগঠিত করা হবে। শুক্রবার দুপুরে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান যুব নেতৃবৃন্দ। বলেন, অপরাধীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে দার্জিলিঙ জেলা। গোটা জেলা সহ শিলিগুড়ি ও সংলগ্ন অঞ্চলকে অপরাধমুক্ত করে গড়ে তুলতে, শহরবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, মহিলাদের সুরক্ষার দাবিতে সর্বস্তরের মানুষকে অভিযানে অংশগ্রহন করে কর্মসূচীকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন যুব নেতৃবৃন্দ।
সাংবাদিক বৈঠকে ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলার যুগ্ম সম্পাদক সাগর শর্মা ও সংগঠনের দার্জিলিঙ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বুলেট সিং বলেন, একের পর এক ঘটনায় তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ও সরকারের দলদাস রাজ্য পুলিশ প্রশাসন ব্যার্থতার পরিচয় দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না প্রশাসন। পুলিশের ওপর থেকে মানুষের আস্থা ভরসা হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আরজি কর কান্ড পরিপ্রেক্ষিতে সরকার ও প্রশাসনের ভূমিকায় দলমত নির্বিশেষে সাধারন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। শিলিগুড়ি জেলা হাসপাতালে নবজাতকের মৃতদেহ নিখোঁজ হয়ে যাওয়া সহ একাধিক ঘটনায় দার্জিলিঙ জেলাতে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা দিন প্রতিদিন নেশার আঁতুরঘরে পরিনত হয়েছে। নদী চরগুলি নেশার আস্তানা হয়ে উঠেছে। শিলিগুড়ির গ্রামাঞ্চল মাটিগাড়া, বাতাসি, খড়িবাড়ি, নকশালবাড়ি সর্বত্র যুব সম্প্রদায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে। ফলে অসামাজিক অপরাধমূলক কাজকর্ম বাড়ছে। পুলিশ মাদক কারবারের সাথে যুক্ত আসল চক্র পর্যন্ত পৌঁছাতে না পেরে ছোট খাটো দুই একজনকে গ্রেপ্তার করে দায় সারছে। শহরের যানজট, পার্কিং সমস্যা ক্রমবর্ধমান। গোটা প্রশাসনিক ব্যবস্থা চলছে সিভিক ভলান্টিয়ারদের হাত ধরে।
সম্প্রতি সরকারী চাকরির প্রলোভন দেখিয়ে এক বিবাহিত মহিলাকে অশালীন মেসেজ করার অভিযোগে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থেকে আটক তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের পরিবর্তে কেন তাকে ছেড়ে দিলো পুলিশ সেই প্রশ্ন তুলে যুব নেতৃত্ব বলেন, অবিলম্বে অভিযুক্ত তৃণমূলী ছাত্র নেতা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শাসকদলের চাপে দলীয় নেতা কর্মীদের অপরাধ করার পরেও ছেড়ে দিচ্ছে পুলিশ। অথচ ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে বামপন্থী কর্মী ছাত্র, যুবদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে রেখেছে পুলিশ। সমস্ত মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। পুলিশ কমিশনারেট অফিস অভিযান করে আমাদের দাবি প্রসঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হবে। দাবি প্রসঙ্গে ব্যবস্থা নেওয়া না হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Dyfi
শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট অফিস অভিযান যুবদের
×
Comments :0