DELHI EARTHQUAKE

দিল্লিতে ভূমিকম্প

জাতীয়

সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.০। দিল্লি সহ আশপাশের অঞ্চলে এদিন কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের এপিসেন্টার দুর্গাবাই দেশমুখ কলেজ।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভূমিকম্পের জেরে বিভিন্ন বাড়ির জলের পাইপ, কেবিলের তার কাঁপছে। ভূমিকম্পের জেরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে ভূমিকম্পের কারণে কোন হতাহতের খবর নেই। 

Comments :0

Login to leave a comment