শনিবার আইএসএলের ডাবল হেডার ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৫ টায় নামবে চেন্নাইন ও ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে খেলা। গত ম্যাচে নর্থইস্টকে হারিয়ে বেশ চনমনে রয়েছে অস্কারের ইস্টবেঙ্গল। জয়ের মোমেন্টমটাকে ধরে রাখতে চায় সউল ক্রেসপোরা। চিন্তা রয়েছে হিজাজী মাহেরকে নিয়েও। রক্ষণভাগ সামলেই আক্রমণের ওঠার পরিকল্পনা করছেন অস্কার। এই ম্যাচেও কার্ড সমস্যায় থাকবেনা মহেশ ও নন্দা। চেন্নাই গত ম্যাচে মোহনবাগানকে ৮৫ মিনিট পর্যন্ত আটকে রাখলেও গ্রেগ স্টুয়ার্ট ও কামিংসের সৌজন্যেই হারতে হয়েছিল ওয়েন কয়েলের দলকে। সেই ভুল শনিবার করতে নারাজ তিনি। আইএসএলে মাত্র ৮ টি সাক্ষাৎকারে ১ টি লাল হলুদ ও ২ টি চেন্নাইন জিতেছে।
isl match
আইএসএলে চেন্নাইয়ের মুখোমুখি লাল হলুদ
×
Comments :0