ইস্টবেঙ্গলে মেসি! চোটে জেরবার লাল হলুদে প্রথম ছয়ে থাকার আশাও শেষ। নতুন কোচ অস্কারের অধীনে কিছু ম্যাচ জিতলেও ফর্মে নেই দল। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার তারকা স্ট্রাইকার রিচার্ড সেলিসকে দলে সই করানোর পরে এবার লাল হলুদের নতুন লক্ষ্য ক্যামেরুনের রাফায়েল মেসি বউলি। আইএসএল এর মাঝেই এক নতুন বিদেশি কে দলে টানছে ইস্টবেঙ্গল। এক কালে কেরালার হয়ে আইএসএল খেলেছেন মেসি। বর্তমানে শিজিয়াজুয়াং গোংফু ক্লাব থেকে আসছেন। খেলেছেন ১৭ টি ম্যাচ এবং গোল করেছেন ৮ টি। তারপর চীনের বহু ক্লাবে খেলেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকিভাবে চুক্তি করে নিয়েছেন এই আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়। শিজিয়াজুয়াং গোংফু ক্লাব থেকে আসছেন লাল হলুদে। চলতি মরশুমের শেষ পর্যন্ত লাল হলুদ তাঁর সঙ্গে চুক্তি করেছে বলে জানা গিয়েছে। তাঁর ভিসার আবেদন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভিসা সংক্রান্ত সমস্ত বিষয় বোঝাপড়া হয়ে গেছে। জানা গিয়েছে ৭২ ঘণ্টা লাগতে পারে তার। তার মাঠে নামার অপেক্ষায় সমর্থকরা। আইএসএল অনেক আগেই হাত থেকে বেরিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। এখন সুযোগ AFC।
Sports
ইস্টবেঙ্গলে মেসি
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/23924/67a4a6f1ac47d_messi.jpg)
×
Comments :0