EAST BENGAL VS JAMSHEDPUR

জামশেদপুরের মাঠে জিতল ইস্টবেঙ্গল

খেলা

ISL EAST BENGAL JAMSHEDPUR INDIAN FOOTBALL গোল করলেন সুহের

জামশেদপুরের বিরুদ্ধে  ৩-১ গোলে জয় পেল  ইস্টবেঙ্গল। রবিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে জামশেদপুর এফসি'র মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচের ২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ভিপি সুহের। ২৬ মিনিটের মাথায় ব্যাবধান বাড়ান ক্লেইটন সিলভা। জামশেদপুরের হয়ে পেনাল্টি থেকে ব্যাবধান কমান ইম্যানুয়েল থমাস। ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেনা ছন্দে শুরু করে ইস্টবেঙ্গল। ৫৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। এদিন গোল না পেলেও দুরন্ত ফুটবল খেলেন নাওরেম মহেশ সিং। তাঁর পাস থেকেই দুটি গোল এসেছে। ভালো খেলার পুরষ্কার হিসেবে এদিন ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। 

ওডিশার বিরুদ্ধে গত ম্যাচে শুরুতেই ২-০ ব্যাবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে ডিফেন্সের দূর্বলতায় ৪ গোল খায় ইস্টবেঙ্গল। হারতে হয় ৪-২ গোলে। এদিন সেই ম্যাচের প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল স্টিভেন কন্সট্যানটাইনের ছেলেরা। গত ম্যাচের ভুল শুধরে জয়ের রাস্তায় ফিরল লাল হলুদ। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন