indian super league

শেষ ছয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল

খেলা

eastbengal vs hydrabad indian super league

বুধবার জয়ের হ্যাটট্রিকের সামনে ইস্টবেঙ্গল। যুবভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হাইদরাবাদ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায় । বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। বাকি ৩ম্যাচে ৯ পয়েন্ট পেলে শেষ ছয়ে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। ইতিমধ্যেই মোহনবাগান , গোয়া , জামশেদপুর ও গতকাল বেঙ্গালুরু এফসির জয়ের পর তারাও জায়গা পাকা করে নিয়েছে । বাকি এখনও দুটো দল। হাইদরাবাদ বাধা টপকাতে পারলে কিছুটা স্বস্তি পাবে অস্কার ব্রুজনের দল। পরের ম্যাচে মুম্বইয়ে খেলতে যেতে হবে তাদের। তাই বুধবার জিততে মরিয়া অস্কার ব্রিগেড। ক্লেটন সিলভাকে ইনজেকশন দিয়ে সুস্থ করার চেষ্টা চালানো হলেও ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। গত ,ম্যাচে পঞ্জাবকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ডিয়ামেনটেকস গোল পেয়েছেন। নতুন জায়গায় ভালোই মানিয়ে নিয়েছেন মহেশ। তাই শেষের দিকে হলেও ছন্দে ফিরছে দলটা। অন্যদিকে হায়দরাবাদের পয়েন্ট ১৭। তারা রয়েছে টেবিলের দ্বাদশ স্থানে। সুপার সিক্সের আশা তাদের না থাকলেও কলকাতায় এসে ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া তারা।  

Comments :0

Login to leave a comment