ED enquiry in Tejaswai house

লালু’র আত্মীয়দের বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ টাকা ও সোনা, দাবি ইডি’র

জাতীয়

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাসভবনে এবং লালু প্রসাদ যাদবের তিন মেয়ের বাড়ি তল্লাসি চালিয়ে বিপুল টাকা এবং সোনা উদ্ধার হয়েছে বলে দাবি ইডি’র। 

লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালিন জমির বিনিময় চাকরি বিলির অভিযোগ সামনে এনে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি। সেই তদন্ত নেমে তেজস্বী এবং লালু প্রসাদ যাদব ঘনিষ্টদের বাড়ি তল্লাসি চালিয়েছে ইডি। ইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে এই তল্লাসি চালিয়ে, ৭০ লক্ষ টাকা, ১.৫ কেজি সোনা এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে।

বিহার বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই আরজেডি এবং জেডিইউ সরকার ফেলার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে বিজেপি। বেশ কয়েক বছর ধরে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হলেও এর পক্ষে কোন প্রমান পাওয়া যায়নি।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নানান ভাবে বিরোধীদের হয়রান করা হচ্ছে। ইডি হানার নিন্দা করা হয়েছে জোট সঙ্গী সিপিআই(এম-এল)’র পক্ষ থেকেও। 

শনিবার এই একই মামলায় জিঞ্জাসাবাদের জন্য সিবিআইয়ের পক্ষ থেকে তেজস্বীকে তলব করা হয়েছে।  

Comments :0

Login to leave a comment