Egra blast toll rise to 12

এগরা বিষ্ফোরণে মৃত আরও ১

কলকাতা

এগরা বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২। শুক্রবার রাতেই রবীন্দ্রনাথ মাইতি নামে ৮০ বছরের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। ১৬ মে ঘটনার দিন বিষ্ফোরণে আহত অবস্থায় উদ্ধার করা হয় রবীন্দ্রনাথ ও পিঙ্কি মাইতি নামে এক গৃহবধুকে। তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। বিষ্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে মৃতদেহগুলিকে ছিটকে কয়েক মিটার দুরে পড়ে যায়। কয়েকজনের দেহ আবার পাশের একটি পুকুরেও পরে। স্থানিয়দের অভিযোগ ১০ জনের দেহ মিললেও আরও বেশ কয়েকটি দেহ লোপাট করেছে তৃণমূল।


এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন রবীন্দ্রনাথ মাইতির দেহ বিষ্ফোরণে প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে ক্রমশই শারিরীক অবস্থার অবনতি হচ্ছিল তার। পিঙ্কি মাইতিরও শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা। এগরার বোমা বিষ্ফোরণ ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা ভানু বাগ অরফে কালিপদ বাগের মৃত্যু হয়েছে ওড়িষার কটকের এক হাসপাতালে। ঘটনার পরেই বাইকে চেপে প্রতিবেশী রাজ্য ওড়িষায় পালিয়ে যায় ভানু বাগ। সেখানে ভুয়ো আধারকার্ড দেখিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি

Comments :0

Login to leave a comment