BIMAN BASU

চোরেরা যেন ভোট না পায়, মিছিল শেষে আহ্বান বিমান বসুর

রাজ্য কলকাতা

কলেজ স্কোয়ারে প্রতিবাদ মিছিকে বিমান বসু।

তৃণমূল সরকার মানেই দুর্নীতি। তার ফল ভুগছেন রাজ্যের যুবরা। স্কুল নিয়োগ কেলেঙ্কারির প্রতিবাদে মিছিলের শেষে একথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। 
দুর্নীতির নমুনা দিয়ে তিনি বলেন, ‘‘লটারি নাকি সব জিতেছে অনুব্রত ও তার মেয়ে। বাচ্চা মেয়েটারও সর্বনাশ করে ছেড়েছে। বাংলার কোনও সরকারের আমলে এই ঘটনা হয়নি। চোরেরা নবান্নে বসে আছে। ধিক্কার।’’ 
বসু বলেন, ‘‘চুরি করে বাংলার অপমান করার অধিকার কারো নেই। লোকসভা নির্বাচন শুরু হয়েছে। বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের মধ্যে বোঝাপড়া সম্পন্ন। উত্তর কলকাতায় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিমকে জয়ী করুন। দু’জনকে জেতাতে ভূমিকা নিন বামফ্রন্ট কর্মীরা। চোরেরা যেন একটাও ভোট না পায়। আপনাদের অভিনন্দন।’’
মাত্র দেড়দিনের প্রস্তুতিতে এই মিছিল। বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকে কলকাতায় লেনিন মূর্তির পাদদেশ থেকে কলেজ স্কোয়ারের সামনে মিছিল শেষ হয়৷
বসু বলেছেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে সুপার নিউমেরিক পোস্ট তৈরির নামে অযোগ্যদের চাকরির সুযোগ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এই দায় মমতা ব্যানার্জির। তার নির্দেশে এই কাজ হয়েছে।’’ 
তিনি বলেন, ‘‘হাইকোর্টের রায় সুযোগ তৈরি করেছে, সিবিআই এখন চাইলেই রাজ্য মন্ত্রীসভার যেকোনও সদস্যকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে।’’

Comments :0

Login to leave a comment