মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে রেলগেটে মালগাড়ি দাঁড়িয়ে থাকার কারণে হয়রানি বাড়লো ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ওই পথ দিয়ে যাতায়াত করা এলাকাবাসীদের। ঘটনাটি শনিবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জলপাইগুড়ি শহরে ১ নম্বর রেল ঘুমটির।
রেলের খাতায় এই রেল গেটের নাম ‘আর এইচ ৭’। তার সামনে দীর্ঘক্ষণ মালগাড়ি দাঁড়িয়ে থাকায় যানবাহন আটকে পড়েন অসংখ্য মানুষ। রেলগেটের ওপর ওভারব্রিজ নির্মাণের দাবি রয়েছে এলাকাবাসীর। জলপাইগুড়ি স্টেশনের প্লাটফর্ম সম্প্রসারিত হলে এই রেলগেট থাকবে না, একথাও শোনা যায়। কারণ রেল স্টেশনের ১০০ মিটারের মধ্যে কোন রেলগেট রাখার নিয়ম নেই রেলের।
প্লাটফর্ম সম্প্রসারণ হলেও এখনো পর্যন্ত রেলগেট রয়েছে। দার্জিলিঙ মেল সহ বিভিন্ন ট্রেন রেলগেটে এসে দাঁড়ালে আটকে পড়েন পথচারীরা। শনিবার প্রায় এক ঘন্টা আটকে থাকার পর ওই মাল ট্রেনটিকে সরানো হয়।
Jalpaiguri Railgate
নেই ওভারব্রিজ, জলপাইগুড়ির রেলগেটে আটক পরীক্ষার্থীরাও

×
Comments :0