মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে শুক্রবার দুপুরে। প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অনুমান করলেও পরে সামনে আসে সকেট বোমা বিস্ফোরণের ঘটনা। স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতা ফরিদ সেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। ছুটে আসেন আশেপাশের লোকজন। এলাকাবাসী দুলু সেখন বলেন, ‘‘ ভয়ঙ্কর আওয়াজ। বুক কেঁপে ওঠে। বোমা বাঁধতে গিয়েই ফেটে গিয়েছে।’’
স্থানীয়দের দাবি, ‘‘বোমা বাঁধার কাজই হত ফরিদ সেখের বাড়িতে। এলাকাবাসী বিশ্বজিৎ মণ্ডল জানান, বাড়ির দরজা বন্ধই থাকত সবসময়। সন্দেহ হলেও সেভাবে কোনদিন ভেবে দেখে নি কেউ। আজ আচমকাই বিশাল আওয়াজ হয়। সামনে আসে আসল ঘটনা।’’
বিস্ফোরণের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক ফরিদ সেখ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সকেট বোমার খোল, বিস্ফোরণের চিহ্ন। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পাড়ার বাসিন্দা থেকে দোকানদার চোখে মুখে আতঙ্কের চাপ সকলের। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘিরে রাখা হয় গোটা বাড়ি। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদ চালানো হয় এলাকাবাসীদেরও।
Explosion in Murshidabad
মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ
×
Comments :0