ঘরের মাঠে গোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করল ওডিশা। সোমবার ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল’র ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ২ মিনিটের মাথায় নোয়া সাদৌইয়ের গোলে এগিয়ে যায় গোয়া। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে, ৪৩ মিনিটের মাথায় ওডিশাকে সমতায় ফেরান ডিয়েগো মরিসিও। বাকি ম্যাচে আর খেলার ফলাফলে বদল ঘটাতে পারেনি কোনও দলই। ৬৬ মিনিটে লাল কার্ড দেখেন ওডিশার সাহিল পানওয়ার। কিন্তু ওডিশার দশজন হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি গোয়া।
এদিন ম্যাচে বল দখলের নিরিখে অনেকটা এগিয়ে থাকলেও পুরো পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে ব্যার্থ হল গোয়া। ৯০ মিনিট জুড়ে গোয়ার খেলোয়াড়রা ৩৭০টি পাস খেলেন নিজেদের মধ্যে। অপরদিকে গোয়ার খেলোয়াড়রা ২৫১টি পাস খেলেছেন। যদিও প্রতিপক্ষ গোল লক্ষ করে দুই দলই ১০টি করে শট নিয়েছে। এরমধ্যে গোয়া ৪টি শট তিন কাঠিতে রাখতে পেরেছে, আর ওডিশার ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র ২।
Comments :0