অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল স্বামী-স্ত্রীর। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের লালবাজার মাঝি পাড়ায়। মৃতদের নাম নিতাই পাল( ৬৫) ও মিনা পাল(৬১) এই ঘটনায় তাঁদের এক নাতনীকে গুরুতর দগ্ধ হয়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনা হল লালবাজার মাঝিপাড়ায় এক বাড়িতে এক মেয়ে, দুই নাতনীকে নিয়ে থাকতেন পাল দম্পতি। বৃহস্পতিবার রাতে বাড়ির দোতলায় আগুন লাগে। এই অবস্থায় ওই দম্পতির মেয়ে তাঁর অষ্টম ও দশম শ্রেণিতে পাঠরতা দুই মেয়েকে কোন মতে ওপর থেকে বের করে নিজে বের হন। কিন্তু ওই নিতাই পাল ও মিনা পাল বের হতে পারেননা। প্রতিবেশিনী সুমিত্রা মুখার্জি জানান, রাতে প্রচন্ড আওয়াজ পান তাঁরা। দেখেন নিতাই পালদের বাড়ির দোতলার জানালার কাঁচ গুলো ভাঙ্গছে। দাউ করে আগুন জ্বলছে। পড়শীরা গিয়ে জড়ো হন। নিচে লেপ দেওয়া হয়। সেখানে মেয়েদের নিয়ে কোন মতে ঝাঁপিয়ে বাঁচেন ওই দম্পতির মেয়ে ও নাতনীরা। উপর থেকে আর্তনাদ করতে থাকেন ওই দুই বৃদ্ধ, বৃদ্ধা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ও বাঁকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও দম্পতিতে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এক নাতনীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শুক্রবার সকালেও গিয়ে দেখা গেল প্রচন্ড আতঙ্ক ঘোরাফেরা করছে এলাকার মানুষের চোখে মুখে। ঠিক কি কারণে আগুন লাগে তা জানা যায়নি। পুলিশ ও দমকলবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে তদন্ত শুরু করা হয়েছে।
Bankura
বাঁকুড়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রৌঢ় দম্পতির মৃত্যু
×
Comments :0